Dr. Neem on Daraz
Victory Day

ডাকাতির প্রস্তুতির সময় মাদক ও অস্ত্রসহ গ্রেফতার  ৮ বিহারী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১১, ২০২০, ০৬:২০ পিএম
ডাকাতির প্রস্তুতির সময় মাদক ও অস্ত্রসহ গ্রেফতার  ৮ বিহারী

উদ্ধারকৃত মালামাল

ঢাকাঃ রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এসময় ৫৫০ পিস ইয়াবাও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) র‌্যাব-২ এর স্পেশালাইজ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় ডাকাতি, ছিনতাই, সিঁদেল ও ছিচকে চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটছে এমন সংবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ এসে থাকে। করোনা প্রাদুর্ভাবে এ ক্রান্তিকালে এ সংক্রান্ত ঘটনার সংবাদ অনুসন্ধানে দেখা যায়, মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প কেন্দ্রিক অপরাধী চক্র কর্তৃক এসব অপরাধ সংঘটিত হচ্ছে মর্মে নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরে বুধবার রাতে গোপণ সংবাদে জানা যায়, মোহাম্মদপুর কিশলয় স্কুলের সামনে তাজমহল পার্কে কতিপয় অস্ত্রধারী সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদ পেয়ে র‍্যাব-২, ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি বসিলা, মোহাম্মদপুর এর আভিযানিক দল রাত সাড়ে ১০ টায় তাজমহল পার্ক এলাকা স্থানীয়দের সহায়তায় ঘিরে ফেলে। এরপর সেখান হতে অস্ত্রধারী ৬ যুবক ও ২ কিশোরকে ধরে তাদের কাছ থেকে ২ টি রাম দা, ১ টি চাপাতি, ২ টি ছুরি, ২ টি চাকু, ৫৫০ পিস ইয়াবা ও ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

আসামীরা জানায়, তারা সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। সময়ভেদে ডাকাতি, ছিনতাই, চুরি, লুটতরাজ করা তাদের পেশা। জেনেভা ক্যাম্পে তাদের জন্ম এবং বিহারী বংশোদ্ভূত। কৃষি মার্কেট এলাকায় প্রতিনিয়ত যে সব মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও পিক আপ মাল নামানোর আসে সেসব যানবাহন তাদের টার্গেট। তাদের বড় ভাইদের নির্দেশে মাল বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান ও পিক আপ টার্গেট করে মার্কেট এলাকা থেকে অন্যত্র নিয়ে মালামাল ডাকাতি ও ড্রাইভার-হেল্পারের সর্বস্ব লুন্ঠন করে তারা। সময়ভেদে তারা এলাকায় ছিনতাই ও চুরি করে থাকে। মুলত তারা সকলেই মাদক সেবী। ডাকাতি, ছিনতাই ও চুরি করে অর্জিত অর্থ দিয়ে মাদক ক্রয় ও সেবন করে থাকে। অস্ত্রধারী হওয়ায় মাদক ব্যবসাও করে থাকে। আসামীদের মধ্যে ২ জন কিশোর অপরাধী। তারা হলো, মোঃ টিপু (২৬), মোঃ তৌসিফ ওরফে টাকলি (১৯), মোঃ সনু (২৫), আবিদ হোসেন ওরফে সনু (৩৫), মোঃ আরিফ হোসেন (৩৫),  আব্দুর রহমান (১৯), মোঃ সুমন (১৫), ও মোঃ চুন্না (১৫)। 

আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদক হেফাজতে রাখায় মোহাম্মদপুর থানায় আলাদা ৩ (তিন) টি মামলা করা হয়েছে। ডাকাতি, ছিনতাই ও চুরি'র মত অপরাধ রুখতে সংঘবদ্ধ অপরাধ চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে র‍্যাব-২ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান মহিউদ্দিন ফারুকী।

আগামী নিউজ/আরিফ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে